মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হিফজুল কুরআন প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কুরআনের শিক্ষা ও প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। সম্প্রতি, এই মাদরাসার একজন ছাত্র পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এ সফলতা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিযোগিতামূলক দক্ষতা, মানসম্পন্ন শিক্ষা ও আল্লাহর অশেষ অনুগ্রহের প্রতিফলন।
আধুনিক ক্যাম্পাস!
অভিজ্ঞ ওস্তাদ!
দক্ষ ব্যবস্থাপনা!
আধুনিক পাঠ্যক্রম!
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা হিফজ শিক্ষার মানোয়ান ও জ্ঞান বিকাশে সবন্ধতর্পক। আমরা কুরআন শিক্ষা ও মুখ করানোর নয়, বরং দক্ষতা প্রদান করি আমরা ও আমাদেরকে উন্নয়নের জন্য প্রতেক দেওয়া দেওয়া হবি আমাদের সেবন একটি সফা তৈরি তৈরি ব্যাধান বিষয়ে গেড় উত্তর, উন্নয়ায়উল।
+ অভিজ্ঞ উস্তাদ
কর্মচারী

পরিচালক
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা
بسم الله الرحمن الرحيم
আলাহামদুলিল্লাহ
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যে আমরা এমন উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে প্রতিটি শিক্ষার্থী ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয় লাভ করে (তোলার নথ সুমান হয়াছে)।
আমাদের লক্ষ্য হলো কেমন পরিবর্তনশীল প্রজেক্ট ও চ্যারিটিক সুবায়ারের উপজন সৃষ্টি গড়ে তোলা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআন বুক ও আধুনিক জ্ঞান নিয়ে এগিয়ে যাতে তারা নিজেরা সফল মানুষ হোক।
দোয়া ও সহযোগিতা কামনা করি, যেন আল্লাহ আমাদের এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের তারিফে দান করেন।
📚গ্যা লা রি
আমাদের স্মৃতিময় মুহূর্তগুলি এখানে দেখুন




👥 প্রশংসা পত্র
আমাদের মূল্যবান অভিভাবকদের মতামত এবং অভিজ্ঞতা জানুন
যোগাযোগ
+8801943-834216
বালক
বালিকা

